| বুধবার, ২২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 41 বার পঠিত
বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইপর্বে এটি ব্রাজিলের টানা তৃতীয় হার। পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে নেমে গেছে সেলেসাওরা। আর শীর্ষে উঠেছে আর্জেন্টিনা।
ঘরের মাঠে মেসির আর্জেন্টিনা বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। শুরু থেকেই মাঠে দেখা দেখা যায় উত্তেজনা। আক্রমনাত্মক খেলা শুরু করে দুই দল। প্রথমার্ধে হাড্ডিহাড্ডি লড়াইয়ের পরও লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দল। তবে বেশকিছু সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় স্বাগতিকরা।
মাঠে নিজেদের মাথা ঠান্ডা রাখতে পারেননি সেলেসাও খেলোয়াড়রা। মোট ২৬টি ফাউল করেছেন তারা। ৮২ মিনিট জোয়েলিনটন সরাসরি লাল কার্ড দেখেছেন, এছাড়া হলুদ কার্ড দেখেছেন আরও তিন ব্রাজিলিয়ান। এতকিছুর মধ্যে ফুটবলে জেতার জন্য আসল যে কাজ করতে হয়, সেই গোলটি পেয়েছে আর্জেন্টিনাই।
৬৩ মিনিটে লো সেলসোর অ্যাসিস্ট থেকে নিকোলাস ওতামেন্দি করেন ম্যাচের একমাত্র গোলটি। সেটিই শেষ পর্যন্ত তিন পয়েন্ট এনে দেয় বিশ্বচ্যাম্পিয়নদের। আগের দুই ম্যাচে কলম্বিয়া ও উরুগুয়ের কাছে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে বেশ চাপে পড়েছে ব্রাজিল।
Posted ৪:৫৭ এএম | বুধবার, ২২ নভেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।