| শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 33 বার পঠিত
বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ওই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
নদীতে পানি উত্তাল হয়ে বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন লঞ্চ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোটবড় সকল লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এদিকে বিআইডাব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানিয়েছেন, বৈরী আবহাওয়া থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় সকল ফেরি (১৮টি) চলাচল স্বাভাবিক রয়েছে।
Posted ১:৫৭ পিএম | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।