| শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আজ (১৯ আগস্ট) শনিবার শুরু হয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। বিশ্ব অ্যাথলেটিকসের সবচেয়ে বড় এই আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক রাউন্ডে প্রথম হয়ে হিটে স্থান করে নিয়েছেন তিনি।
প্রিলিমিনারি রাউন্ডে ইমরানুর নিজের হিটে প্রথম হলেও টাইমিং হয়েছে ১০.৫০ সেকেন্ড। দ্বিতীয় হওয়া মোজাম্বিকের অ্যাথলেট অনিসিও পারেইরার টাইমিং ১০.৮৯ সেকেন্ড। ইমরানুরের সঙ্গে অনিসিও উঠেছেন হিটে। আজই বাংলাদেশ সময় রাত ১১টা ৪৩ মিনিটে শুরু হওয়া হিটে নামার কথা ইমরানুরের।
গত মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। সেমিফাইনালে তার সময় লেগেছিল ১০.৪০ সেকেন্ড। মাত্র .০২ সেকেন্ডের জন্য তিনি উঠতে পারেননি ফাইনালে।
বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু হাঙ্গেরি থেকে জানিয়েছেন, ‘ইমরান যখন বুঝতে পারছিলেন তিনি প্রথম হচ্ছেন, তখন দৌঁড়ের গতি কমিয়ে দিয়েছিলেন। যে কারণে, সময় বেশি লেগেছে। ’
প্রাথমিক পর্বটি মূলত বাছাই রাউন্ড। শীর্ষ অ্যাথলেটরা সরাসরি মূল পর্বে খেলেন। বাছাই রাউন্ডে কয়েকটি হিট হয়। সেই সকল হিটের শীর্ষস্থান অধিকারীরা মূল পর্বে জায়গা করে নেন।
Posted ২:২৩ পিএম | শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।