| মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 129 বার পঠিত
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় বিমানের বলাকা কার্যালয়ে এ বিষয়ে চুক্তি হয়। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন বলেন, সাকিবের মতো একজন ক্রিকেটার আমাদের দেশে অথবা বিদেশে জন্ম নেবেন কিনা, সেটি সত্যিই একটা প্রশ্নের দাবি রাখে। এ রকম একজন ব্যাক্তিকে আমাদের মাঝে পেয়ে বাংলাদেশ বিমান অত্যন্ত কৃতজ্ঞ। আশা করি, এই চুক্তির মাধ্যমে বিমান আরও সামনে এগিয়ে যাবে এবং বহির্বিশ্বে আরও সুনাম অর্জন করবে।
সাকিব আল হাসানের সঙ্গে তিন বছরের জন্য এ চুক্তি সম্পন্ন হয়।
Posted ২:২১ পিএম | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।