| বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে বলে জানিয়ছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানী, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠকের পর এ তথ্য জানান আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার পরিবারের সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছেন। ওই আবেদনের ওপর আইনি মতামত দিতে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনো এটি আমার কাছে এসে পৌঁছায়নি। আইন মন্ত্রণালয় থেকে মতামত দিয়ে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হবে। আমরা কী মতামত দেব তাও আপনাদের জানিয়ে দেব।
এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, জামিন দেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। এর আগে দুটি শর্তে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। ঢাকা থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না— এই দুই শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়েছিল। সবশেষ তার মুক্তির মেয়াদ যখন বাড়ানো হয়েছিল, তখনো এই দুই শর্তেই তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
Posted ৮:০৪ এএম | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।