শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিদেশি কোচ নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা বিসিবি পরিচালনা পর্ষদের সভায়

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   140 বার পঠিত

বিদেশি কোচ নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা বিসিবি পরিচালনা পর্ষদের সভায়

আগামীকাল মঙ্গলবার বিসিবি পরিচালক পর্ষদের রুটিন সভা। ২৪ ঘণ্টা আগে আজ সোমবার বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানিয়ে দিলেন, ‘আগামী কাল আমাদের বোর্ডের সভা রয়েছে। রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। আমাদের একজন পরিচালক মৃত্যুবরণ করেছেন (তৌফিকুর রহমান আলো)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে বোর্ড সভায় শোক প্রস্তাব আসবে।’

‘আমাদের এফটিপি প্রতিশ্রুতি ছিলো আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করছি। আমরা চেষ্টা করছি পরবর্তীতে এটা রি-শিডিউল করার।’

বিসিবি প্রধান নির্বাহীর দেয়া তথ্য অনুযায়ী, এর বাইরেও এজেন্ডা আছে। সেটা কি? ‘বাংলাদেশ দল কোন আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, তারপর পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে।’

নিজামউদ্দীন সুজনের কথায় পরিষ্কার, টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম বাংলাদেশের পারফরমেন্স ও ফলাফল নিয়ে ঢালাও আলোচনা-পর্যালোচনা হবে কালকের বোর্ড সভায়।

এদিকে পাঠকরা আগেই জেনে গেছেন, ২ জুলাইয়ের বোর্ড সভায় জাতীয় দলের বিদেশী কোচিং স্টাফ নিয়েও ব্যাপক হৈ চৈ হতে পারে। পরিচালকদের অনেকেই হেড কোচ হাথুরুসিংহে, প্রধান কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পসহ অনেক বিদেশি কোচের ওপরই রাজ্যের নাখোশ।

খুব নির্ভরযোগ্য সূত্রের খবর, বোর্ড সভায় হেড কোচ হাথুরুসিংহের মেয়াদ না বাড়ানোর দাবি উঠতে পারে। এমনকি তাকে নির্ধারিত সময়ের আগে অব্যাহতি দেয়ার প্রস্তাবও আসার সমূহ সম্ভাবনা আছে।

আগেই জানা আগামী বছর (২০২৫ সালে) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি আছে হাথুরুসিংহে ও নিক পোথাসের। তার আগে তাদের অব্যাহতি দেয়ার মানেই অর্থদন্ড দেয়া। নির্ভরযোগ্য সূত্রের খবর, তার আগে মাস তিনেক পর হলেও হাথুরুকে পদচ্যুত করার প্রস্তাবও আসতে পারে।

ভেতরের খবর, শুধু বিদেশী কোচিং স্টাফদের কাজকর্মের ঢালাও পর্যালোচনাই শুধু নয়, বিদেশী কোচের বদলে দেশি কোচ নিয়োগের দাবি ওঠারও সম্ভাবনা প্রবল।

বোর্ডের একাংশ কায়মনোবাক্যে চায় বাংলাদেশের কোন প্রতিষ্ঠিত কোচকে জাতীয় দল পরিচালনার দায়িত্ব দেয়া হোক। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়?

 

Facebook Comments Box

Posted ৪:০৯ পিএম | সোমবার, ০১ জুলাই ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।