| শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
নেতৃত্ব নিয়ে চারপাশ থেকে ধেয়ে আসা সমালোচনায় কান না দিয়ে ব্যাট হাতে দুর্দান্ত সব ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে তিনি আজ দ্রুততম ৫০০০ রানের বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক সেঞ্চুরির কাছাকাছি আছেন।
৫০ ওভারের ফরম্যাটে পাঁচ হাজার রানের মাইফলক ছুঁতে বাবরের প্রয়োজন ছিল ১৯ রান।
আজ করাচিতে অনুষ্ঠিত ম্যাচের ১৭তম ওভারের প্রথম বলে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ২৮ বছর বয়সী ব্যাটার। এ জন্য তাকে খেলতে হয়েছে স্রেফ ৯৭ ইনিংস। রেকর্ডটির এত দিন ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার দখলে। তিনি ২০১৫ সালে ১০৪ ম্যাচ ও ১০১ ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করেছিলেন।
২০১৫ সালের মে মাসে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছিল বাবরের। এই ফরম্যাটে তার ২৬ ফিফটির সঙ্গে ১৭টি সেঞ্চুরি আছে। গড় ৫৯.২৯। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে দ্রুততম পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন দুই কিংবদন্তি ব্যাটার সাঈদ আনোয়ার ও মোহাম্মদ ইউসুফের।
দুজনেরই লেগেছিল ১৩৮ ইনিংস।
Posted ৫:৫৪ এএম | শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।