| বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
চলতি বছরের মাঝামাঝিতে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের স্বীকৃতি পাবে ভারত। এ ক্ষেত্রে চীনকে ছাড়িয়ে যাবে দেশটি। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যা আরও প্রায় ৩০ লাখ বেড়ে চীনকে ছাড়িয়ে যাবে ভারত।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা হবে প্রায় ১ দশমিক ৪২৮৬ বিলিয়ন। অপরদিকে চীনের জনসংখ্যা হবে ১ দশমিক ৪২৫৭ বিলিয়ন।
চলতি বছরের মাঝামাঝিতে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৪ কোটি ৫০ লাখ দাঁড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউএনএফপিএ-এর স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট ২০২৩ অনুযায়ী, এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র। দেশটিতে আনুমানিক জনসংখ্যা হবে ৩৪০ মিলিয়ন।
দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের তকমা ছিল চীনের দখলে। গত ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো ২০২২ সালে দেশটির জনসংখ্যা সংকুচিত হয়ে আসার খবর পাওয়া যায়। অন্যদিকে, ২০২১ সালে ভারতে আদমশুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে গেছে।
আনুমানিক ৮ দশমিক ০৪৫ জনসংখ্যা নিয়ে বিশ্বের এক-তৃতীয়াংশেরও বেশি জনসংখ্যার দেশ হবে ভারত ও চীন। সাম্প্রতিক সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার ভারতের তুলনায় চীনে অনেক দ্রুত গতিতে কমতে দেখা গেছে। গত বছর চীনের জনসংখ্যা ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে কমতে দেখা গেছে।
Posted ১০:২৮ এএম | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।