| বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 36 বার পঠিত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেল সোশ্যাল প্লাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। সেই নিষেধাজ্ঞার সময় শেষ হবে এ সপ্তাহেই। সোশ্যাল প্লাটফর্ম দুটির কর্পোরেট প্রতিষ্ঠান মেটা এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন ‘আমাদের রাজনীতিবিদরা কী বলেন সেটা জনগণের জানার ব্যবস্থা থাকতে হবে’।
তিনি আরও বলেন, ‘ক্যাপিটল হিলে হামলাকারীদের প্রশংসা করেছিলেন ট্রাম্প। এর ভিত্তিতে তার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।’
’তবে বর্তমানে ট্রাম্পের অ্যাকাউন্ট জননিরাপত্তার জন্য ঝুঁকি নয়। ফের নিয়মনীতি ভঙ্গ করলে পরবর্তীতে আরও বড় শাস্তির মুখে পড়বেন তিনি।’
২০২৪ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তাকে ফেসবুকে ফেরাতে জোর দিচ্ছিলেন রিপাবলিকানরা।
Posted ২:৩৫ পিএম | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।