| বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 64 বার পঠিত
ফেনী ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের স্টারলাইন কাউন্টার সংলগ্ন ইতালি ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, অ্যারিস্টোফার্মা ফেনী ডিপোর সহকারী ইনচার্জ আশিষ (৪০), তার স্ত্রী টুম্পা রাণী (৩০) ও তাদের ছেলে ঋক (৯)। আশিষ ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার নেপাল সরকারের ছেলে।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ।
পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইতালি ভবনের পঞ্চম তলার একটি বাসায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়। এ সময় আগুন ধরে গেলে বাসার মধ্যে থাকা শিশুসহ একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ফয়জুল কবির বলেন, তিনজন রোগী অগ্নিদ্বগ্ধ হয়ে রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে আশিষ কুমার ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে যায়। তার শ্বাসনালীও অনেকখানি পুড়ে গেছে। স্ত্রীর ৪০ শতাংশ আর ছেলে ৪০ শতাংশ পুড়ে যায়। তাদেরকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
Posted ৩:০৯ এএম | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।