| শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
ফরিদপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের খোদাবক্সরোড সংলগ্ন আঙিনা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন ফরিদপুর সদর উপজেলার বৈঠাখালী এলাকার ইনজামুল (৩০) ও অপরজনের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেল আরোহী ২ যুবক নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে শহরের খোদাবক্স রোড সংলগ্ন আঙিনা ব্রিজের ওপর পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ যুবক নিহত হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Posted ১২:৫৩ পিএম | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।