সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ফরিদপুরে জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

  |   রবিবার, ১৪ মে ২০২৩   |   প্রিন্ট   |   21 বার পঠিত

ফরিদপুরে জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

ফরিদপুর সদর উপজেলার জোবায়দা-করিম জুট মিলে আগুন লেগেছে। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে কারখানার মূল শেডের পশ্চিম পাশে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

জোয়ায়দা-করিম জুট মিলটি সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে আবস্থিত। এটি করিম গ্রুপের একটি প্রতিষ্ঠান।

ওই মিলের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিস জানিয়েছে, মিলের মূল শেডের পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে মিলের শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে যায়।

আগুন নিয়ন্ত্রণে না আসায় তাদের সঙ্গে ফরিদপুরের সালথা, সদরপুর, ভাঙ্গা, নগরকান্দা ও মধুখালী থেকে দমকল বাহিনীর একটি করে আরও ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭টি ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে আগুনের ভয়াবহতা কমে এসেছে।

করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া বলেন, জোবায়দা-করিম জুট মিলের মূল শেডে আগুন লেগেছে। ওই শেডের মধ্যে পাট ও যাবতীয় যন্ত্রপাতি আছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:০৪ পিএম | রবিবার, ১৪ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(174 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।