| রবিবার, ১৪ মে ২০২৩ | প্রিন্ট | 20 বার পঠিত
ফরিদপুর সদর উপজেলার জোবায়দা-করিম জুট মিলে আগুন লেগেছে। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে কারখানার মূল শেডের পশ্চিম পাশে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
জোয়ায়দা-করিম জুট মিলটি সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে আবস্থিত। এটি করিম গ্রুপের একটি প্রতিষ্ঠান।
ওই মিলের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিস জানিয়েছে, মিলের মূল শেডের পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে মিলের শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে যায়।
আগুন নিয়ন্ত্রণে না আসায় তাদের সঙ্গে ফরিদপুরের সালথা, সদরপুর, ভাঙ্গা, নগরকান্দা ও মধুখালী থেকে দমকল বাহিনীর একটি করে আরও ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭টি ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে আগুনের ভয়াবহতা কমে এসেছে।
করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া বলেন, জোবায়দা-করিম জুট মিলের মূল শেডে আগুন লেগেছে। ওই শেডের মধ্যে পাট ও যাবতীয় যন্ত্রপাতি আছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।
Posted ২:০৪ পিএম | রবিবার, ১৪ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।