| রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আল আমিন (৩০), তার স্ত্রী সুখী আক্তার (২৫), মো. রফিক (৩৫), আলেয়া বেগম (৬৫) ও জালাল উদ্দিন (৪৫)।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুপুর দেড়টার দিকে দোতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হলে ওই পাঁচজন দগ্ধ হন।
তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, গ্যাসের পাইপলাইনে ফুটো থেকে বাড়িতে গ্যাস জমে ছিল। কেউ একজন ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।’
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের লিডার মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই বাড়িতে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। এরপর আহতদের হাসপাতালে নিয়ে যান তারা।
Posted ১২:৩১ পিএম | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।