শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

প্রথমবারের মতো চাঁদে যাচ্ছেন কোনো নারী

  |   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   26 বার পঠিত

প্রথমবারের মতো চাঁদে যাচ্ছেন কোনো নারী

গত সোমবার চন্দ্রাভিযানের দল ঘোষণা করেছে নাসা। বহুদিন পর চাঁদে আবার মানুষের পা পড়বে। একাধিক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে একসঙ্গে। এই প্রথম চাঁদে পা পড়বে কোনো নারীর। এই প্রথম চাঁদে যাচ্ছেন কোনো কৃষ্‌ঞাঙ্গ। এই প্রথম চাঁদে যাবেন কোনো কানাডার নাগরিক।

আগামী বছরের এই চন্দ্রাভিযানে যুক্তরাষ্ট্রের তিনজন এবং কানাডার একজন নভোচারী অংশ নেবেন।

১৯৭২ সালের ঐতিহাসিক অ্যাপোলো মিশনের পর এবারেই প্রথম নভোচারীদের নিয়ে চাঁদের এই মিশন পরিচালিত হচ্ছে। এই মিশনের নাম দেওয়া হয়েছে আর্টেমিস-টু। ২০২৪ সালের নভেম্বরে এই মিশন শুরু হবে।

নাসার নভোচারী হিসেবে যাঁদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজের অভিজ্ঞতা রয়েছে। তবে কানাডিয়ান মহাকাশ সংস্থার নভোচারী জেরেমি হ্যানসেনের প্রথম মহাকাশযাত্রা হবে এটি।

যুক্তরাষ্ট্রের হাউসটনে জনসন স্পেস সেন্টারে গতকাল চার নভোচারীকে পরিচয় করিয়ে দেন নাসার পরিচালক বিল নেলসন।

তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট তাদের চাঁদে আনা-নেওয়া করবে। আমরা চাঁদের অভিযান শুরু করছি। এরপর আমরা মঙ্গলগ্রহের দিকে যাত্রা করব।’

এবার চাঁদে পৌঁছে প্রথমে তার কক্ষপথ ঘুরে দেখবেন মহাকাশচারীরা। তারপর তারা চাঁদে পা দেবেন।

এর ঠিক পরেই আরও একটি চন্দ্রাভিযানের পরিকল্পনা আছে নাসার। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:৪৫ এএম | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।