| মঙ্গলবার, ০২ মে ২০২৩ | প্রিন্ট | 35 বার পঠিত
শেষ দল হিসেবে এশিয়া কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে নেপাল। এশিয়া কাপ বাছাই টুর্নামেন্টের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।
এশিয়া কাপের মূল পর্বে ভারত এবং পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’-তে খেলবে নেপাল। অন্য গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে।
মঙ্গলবার নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩৩.১ ওভারে ১১৭ রান তোলে সংযুক্ত আরব আমিরাত। জবাব দিতে নেমে গুলশান ঝা-এর অপরাজিত ৬৭ রানের ইনিংসে ৩০.৩ ওভারেই সে রান টপকে যায় নেপাল।
গত ১৮ এপ্রিল নেপালে শুরু হয় এশিয়া কাপের বাছাই চূড়ান্ত বাছাইপরন খ্যাত এসিসি মেনস প্রিমিয়ার কাপ। ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় এই টুর্নামেন্টে।
Posted ১১:৪৪ এএম | মঙ্গলবার, ০২ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।