শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

‘পিতৃভূমির প্রতি বিশ্বাসঘাতকতা’ করার দায়ে নাগরিকত্ব বাতিল

  |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   28 বার পঠিত

‘পিতৃভূমির প্রতি বিশ্বাসঘাতকতা’ করার দায়ে নাগরিকত্ব বাতিল

নিকারাগুয়ার একটি আদালত ৯৪ ভিন্নমতাবলম্বীর নাগরিকত্ব বাতিল করেছে। ‘পিতৃভূমির প্রতি বিশ্বাসঘাতকতা’ করার দায়ে তাঁদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন— পুরস্কারপ্রাপ্ত লেখক সার্জিও রামিরেজ, কবি জিওকোন্দা বেলি এবং ক্যাথলিক বিশপ সিলভিও বেজ।

নাগরিকত্ব হারানো ৯৪ জনই প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগার কঠোর সমালোচক। ওর্তেগা টানা চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট পদ আঁকড়ে আছেন। গত সপ্তাহে ২২২ জন সরকার সমালোচকের নাগরিকত্ব বাতিল করার পর এবার দ্বিতীয় পর্যায়ে ৯৪ জনের নাগরিকত্ব বাতিল করা হলো।

দেশটির আইন বিশ্লেষকেরা এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তবে বিচারক আর্নেস্তো রদ্রিগেজ বিবিসিকে বলেছেন, ‘যেই ৯৪ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তাঁরা নিকারাগুয়ার জনগণের শান্তি, সার্বভৌমত্ব ও স্বাধীনতা বিনষ্ট করতে কাজ করেছেন। ফলে তাঁরা আর নিকারাগুয়ার নাগরিক নন। নিকারাগুয়ায় তাঁদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।’

যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে তাঁদের অনেকেই বিদেশে থাকেন। তাঁরা ‘ন্যায়বিচার থেকে পলাতক’ বলে অভিহিত করেছেন বিচারক আর্নেস্তো রদ্রিগেজ। যদিও তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনার আগেই তাঁরা নিকারাগুয়া ছেড়েছেন।

লেখক সার্জিও রামিরেজ ২০১৭ সালে সাহিত্যে স্পেনের সম্মানজনক সার্ভান্তেস পুরস্কার জিতেছেন। বর্তমানে তিনি স্পেনেই নির্বাসিত জীবনযাপন করছেন।

রামিরেজ নিকারাগুয়ার বর্তমান প্রেসিডেন্ট ওর্তেগার এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন। কিন্তু ওর্তেগা ক্রমেই ‘স্বৈরাচারী’ হয়ে উঠলে প্রতিবাদ করেন রামিরেজ। ১৯৯৫ সালে ওর্তেগার নেতৃত্বাধীন সান্দিনিস্তা পার্টির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন রামিরেজ।

২০২১ সালের জুনে নিকারাগুয়ায় সরকার বিরোধীদের ব্যাপক ধরপাকড়ের সময় রামিরেজ দেশ ত্যাগ করেন। এর তিন মাস পর তাঁর বিরুদ্ধে ‘ঘৃণা ছড়ানো’ এবং নিকারাগুয়াকে ‘অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মধ্য আমেরিকা কার্যালয় এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। নিকারাগুয়াকে ‘অবিলম্বে নিপীড়ন ও প্রতিহিংসা বন্ধ করার’ আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১৮ এএম | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।