| মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
পাবনা সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন-সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহসড়কের সমাসনারী মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সিএনজির যাত্রীরা পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ডাক বিভাগের পিকআপ। সিএনজি ও পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং আহত হোন আরও ৫ জন।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী বলেও তিনি জানান।
Posted ৭:৫৯ এএম | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।