শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পাবনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫

  |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   28 বার পঠিত

পাবনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫

পাবনা সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন-সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহসড়কের সমাসনারী মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সিএনজির যাত্রীরা পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ডাক বিভাগের পিকআপ। সিএনজি ও পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং আহত হোন আরও ৫ জন।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ৭:৫৯ এএম | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।