| মঙ্গলবার, ৩০ মে ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
ভারতের পাঞ্জাবের অমৃতসর থেকে জম্মু’র কাটরায় যাওয়ার পথে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বাসটি সড়ক থেকে ছিটক গভীর খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। বাসটি তুলতে ক্রেন ব্যবহার করা হচ্ছে।
জম্মুর উপ-কমিশনারের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি রিয়াসি জেলার কাটরা যাচ্ছিল। এতে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বাসে বিহারের বাসিন্দারা ছিলেন।
Posted ৪:৪৩ এএম | মঙ্গলবার, ৩০ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।