শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পাকিস্তানে ১ লিটার পেট্রোল-ডিজেল এখন ৩৩০ রুপি

  |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   15 বার পঠিত

পাকিস্তানে ১ লিটার পেট্রোল-ডিজেল এখন ৩৩০ রুপি

পাকিস্তানে ডলারের বিপরীতে রুপির দরপতনের পর জ্বালানি তেলের দাম বাড়িয়েছে দেশটির তত্ত্বাবধায়ক সরকার। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে পেট্রোল এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম যথাক্রমে প্রতি লিটারে ২৬.০২ রুপি এবং ১৭.৩৪ রুপি বাড়ানো হয়েছে।

ফলে, পাকিস্তানে বর্তমানে লিটারপ্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৩৩০ রুপি, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

এ ছাড়া, গত ১৫ আগস্ট থেকে দুই পাক্ষিকে পেট্রোল ও ডিজেলের দামে প্রতি লিটারে যথাক্রমে ৩২.৪১ রুপি এবং ৩৮.৪৯ রুপি বাড়ানো হয়। ফলে, এখন এক মাসের ব্যবধানে প্রতি লিটার পেট্রোল ৫৮.৪৩ এবং ডিজেলের দাম ৫৫.৮৩ রুপি বাড়ল।

পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধি আগস্টে মূল্যস্ফীতির হারে ২৭.৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যা আগামী দিনগুলোতে দেশের সাধারণ মূল্যের ওপর আরও প্রভাব ফেলবে। আর দেশটিতে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকে পেট্রোল এবং ডিজেল উভয়ের দাম ২০ শতাংশ বেড়েছে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় পেট্রোলিয়ামের এই দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ক্রমবর্ধমান প্রবণতার কারণে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান ভোক্তা মূল্য সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box

Posted ২:২৪ পিএম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।