| সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 26 বার পঠিত
পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
সোমবার (১০ এপ্রিল) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, আহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তাদের দ্রুত কোয়েটার সিভিল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শাফকাত চিমা বলেন, কান্দাহারী বাজারে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের পার্ক করা গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, কর্মকর্তার গাড়ির পেছনে রাখা একটি মোটরসাইকেলে ইম্প্রোভাইজড বিস্ফোরক যন্ত্র রাখা হয়েছিল।
জানা গেছে, মোটরসাইকেলে চার থেকে পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, যা রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
গত ২৪ ঘন্টার মধ্যে দেশটির পুলিশের ওপর এটি দ্বিতীয় হামলা। এর আগে রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোয়েটায় পুলিশ ঈগল স্কোয়াডেও হামলা হয়েছে। ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছে।
Posted ২:৪২ পিএম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।