শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পাকিস্তানে ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ভর্তি ১২০০ জন

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   11 বার পঠিত

পাকিস্তানে ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ভর্তি ১২০০ জন

পবিত্র ঈদুল আজহায় অতিরিক্ত খাওয়ার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অন্তত ১,২০০ মানুষ। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দ্য ট্রিবিউন এক্সপ্রেস জানায়, ঈদ উপলক্ষে অতিরিক্ত খাবার খেয়ে ১২০০ জন হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি অতিরিক্ত হইহুল্লোড় করতে গিয়ে সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনার শিকার হয়েছেন অন্তত ৫০০ জন।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানান, শুধু পেশোয়ারেই ২৪ ঘণ্টায় পরিপাকজনিত সমস্যা নিয়ে ৬১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার ও মাংস খাওয়ার ফলে অসুস্থ হয়েছেন।

আর পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় দুই হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া ও পেটের ব্যথায় আক্রান্ত।

একইভাবে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া লাহোরের সার্ভিসেস হাসপাতাল, গঙ্গারাম ও মায়ো হাসপাতালেও ১০০ জনের বেশি করে রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে অতিরিক্ত খাবার ও মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের চিকিৎসকরা।

 

Facebook Comments Box

Posted ১১:৪৫ এএম | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।