| সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেন, বাজওয়া তাকে পরামর্শ দেওয়ার পরেই তিনি পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছিলেন।
গতকাল রবিবার এক সাক্ষাৎকার ইমরান খান এ কথা বলেন। তিনি আরও বলেন, বাজওয়ার সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট আলভিও উপস্থিত ছিলেন। সেইসময় বাজওয়া পরামর্শ দেন, নির্বাচন চাইলে আগে এই দুই প্রদেশে প্রথমে পরিষদ ভেঙে দিতে হবে। এরপরেই দুই প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছেন বলে জানান ইমরান খান। এসময় ইমরান খান বলেছেন, ‘বাজওয়ার কোনো মতাদর্শ নেই। তিনি আমাকে মিথ্যা বলেছেন।’
গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এ নিয়ে ইমরান খান দাবি করেছেন, ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রধান তাকে বলেছেন বাজওয়া শেহবাজ শরিফকে ক্ষমতায় আনতে চান। বর্তমানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ শরিফ। এছাড়া পাকিস্তানের ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের এক নেতা এক বছর আগে তাকে বলেছেন বাজওয়া আর তার সঙ্গে নেই।
Posted ১১:৫৯ এএম | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।