বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নৌ-বিমান ফাইনালে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   111 বার পঠিত

নৌ-বিমান ফাইনালে

বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নৌবাহিনী ৪-১ গোলে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে হারায়।

জয়ী দলের আশরাফুল ইসলাম দুটি এবং রোমান সরকার ও মাহবুব হোসেন একটি করে গোল করেন। হকি কল্যাণের আমিরুল ইসলাম ব্যবধান কমান।

দিনের অপর সেমিফাইনালে বিকেএসপিকে ৫-২ গোলে হারিয়েছে বিমানবাহিনী। জয়ী দলের সোহানুর রহমান সবুজ একাই পাঁচ গোল করেন। ২১, ২৭, ২৯, ৩১ ও ৪৩ মিনিটে গোল গুলো করেন তিনি। বিকেএসপির গোল দুটো আসে মেহেদি হাসান অভি ও হুজায়ফা হেসেনের স্টিক থেকে।

উল্লেখ্য, আগামী পরশু দিন সোমবার দুপুর আড়াইটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। 

Facebook Comments Box

Posted ৫:৫৬ এএম | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।