শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

  |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   12 বার পঠিত

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

নেপালে বিদেশি পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় পাঁচ মেক্সিকান নাগরিকসহ ছয়জন নিহত হয়েছেন। রয়টার্স।

কাঠমান্ডুর উত্তর পূর্বে লিক্ষু নামক স্থানের কাছেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বলছে, সরকার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।

হেলিকপ্টারটি ছিল মানাং এয়ারের। এটি বিশ্বের উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টসহ দেশের সুউচ্চ শৃঙ্গগুলোর দৃশ্য দেখার জন্য পর্যটকদের নিয়ে যেত।

উদ্ধারকারীরা ছয়জনের মরদেহ উদ্ধার করতে পেরেছেন। সলুখুম্বু জেলার স্থানীয় কর্মকর্তা সীতা অধিকারী এমনটি জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে আরও পুলিশ পাঠানো হয়েছে। পরে আমরা বিস্তারিত জানতে পারব।

বিমানবন্দর কর্মকর্তা তেকনাথ সিতৌলা বলেন, নেপালি পাইলট ও পাঁচ মেক্সিকান নাগরিক হেলিকপ্টারে ছিলেন।

মানাং এয়ারের মুখপাত্র রাজু নিউপানে বলেন, ভালো আবহাওয়ায় হেলিকপ্টারটি উড্ডয়ন করছিল। আবহাওয়া খারাপ ছিল না। এখন আমরা বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে কিছু বলতে পারছি না। তদন্ত করতে হবে।

বিশ্বের সর্বোচ্চ চূড়ায় দর্শনীয় স্থান ভ্রমণের পর সকালে হেলিকপ্টারটি পর্যটকদের রাজধানী কাঠমান্ডুতে ফিরিয়ে আনছিল।

মানাং এয়ার বলছে, সকাল ১০টা ০৪ মিনিটে সলোখুনভু জেলায় সুরকে থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। তবে ১০ মিনিট পর যোগাযোগ হারিয়ে ফেলে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:০২ পিএম | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।