| বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার কথা গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় সৌদি ক্লাবটি।
ক্লাবের টুইটারে পোস্ট করা ভিডিওতে নেইমার বলেন, আমি সৌদি আরবে আছি। এখন থেকে আমি আল হিলালের ফুটবলার।
নেইমারের চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, অঙ্কটা ৯ কোটি ইউরো। সঙ্গে বোনাসও থাকছে।
এর বাইরেও আরও কিছু আর্থিক সুবিধাও পাচ্ছেন নেইমার। আল হিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো পাবেন তিনি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটি পোস্ট বা স্টোরির জন্য নেইমারের অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে আসেন নেইমার। ছয় বছরে প্যারিসের ক্লাবটির প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। সৌদি আরবে বছরে ১৫ কোটি ইউরো আয় করবেন নেইমার। পিএসজির চেয়ে যা ছয় গুণ বেশি।
Posted ৩:১৫ এএম | বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।