নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 111 বার পঠিত
মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খু্ব একটা লড়াই জমিয়ে তুলতে পারেনি বাংলাদেশ। তবে চট্টগ্রামে সেটা হতে দিতে চায় না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। ঘুরে দাঁড়িয়ে সিরিজে ভাগ বসাতে চায় ক্রিকেটাররা। নিজ শহর চট্টগ্রামে ম্যাচ হওয়ায় নজরটা নিজের দিকে টানতে চান স্পিনার নাঈম হাসান। মঙ্গলবার দ্বিতীয় টেস্টের আগে এমনটাই জানিয়েছেন নাঈম।
চট্টগ্রামে নিজের স্পিন শক্তির কথা তুলে ধরে বিসিবির প্রকাশিত ভিডিওতে রোববার নাঈম বলেন, ‘অবশ্যই নিজের হোম গ্রাউন্ডে খেলতে খুব ভালো লাগে। আগেও খেলেছি, আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ারের দুটা ফাইফার এখানে। এখানে সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার মনে হয় মিরপুরে যে উইকেট ছিল এখানে ভিন্ন উইকেট থাকবে। আমাদের স্পিনাররা তো আল্লাহর রহমতে খুব ভালো শেপে আছে- তাইজুল ভাই, মিরাজ ভাই… ইনশাআল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট আসবে।’
জহুর আহমেদের মাঠ নিয়ে নাঈম বলেন, ‘আলহামদুলিল্লাহ সর্বশেষ ম্যাচ যখন খেলেছি এ মাঠে ৬ উইকেট পেয়েছি। কিন্তু এখন চেষ্টা করছি, প্রস্তুতি ভালো হচ্ছে আমাদের। চেষ্টা করছি নিজের শতভাগ দেওয়ার জন্য। মাঠে যা যা দরকার ওগুলোর প্রস্তুতি নিচ্ছি, সর্বশেষ ম্যাচে যে ভুলগুলো হইছে ওগুলো নিয়ে কাজ করছি যেন সামনে আর না হয়।’
উইকেট সর্ম্পকে ধারণা দিয়ে নাঈম বলেন, ‘উইকেট আমি দেখিনি, উইকেটটা যদি স্পিন ফ্রেন্ডলি হয়, তাহলে তো স্পিন হবে। আমাদের এ মাঠে একটু স্লো স্পিন হয়, যেটা আমাদের জন্য ভালো। কারণ, ওরা তো মিরপুরে অনেক আস্তে বোলিং করেছে, আমাদের স্পিনাররা তো ৯০ এর ওপর বোলিং করে। ঐ হিসেবে আমাদের জন্য ভালো।’
Posted ১১:৩৬ এএম | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।