ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | প্রিন্ট | 40 বার পঠিত
শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রান। মিচেল সান্তনার তিনটি ছক্কার মার মারলেন। সর্বমোট ১৯ রান নিলেন। কিন্তু পরাজয় ঠেকানোর জন্য কোনোভাবেই সেটা যথেষ্ট হলো না। ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ রানে হেরে যেতে হলো নিউজিল্যান্ডকে।
কিউইদের হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। আর টানা দুই ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেলো নিউজিল্যান্ডের। উগান্ডা এবং পাপুয়া নিউগিনিকে যদি হারায়ও কিউইরা, তাতে কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই।
কারণ, আফগানিস্তান এরই মধ্যে দুটিতে জয় পেয়েছে। বাকি দুই ম্যাচের একটিতে জয় পেলেই কেন উইলিয়ামসনদের বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে।
টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথমে করেছিল ১৪৯ রান। জবাবে ৯ উইকেটে নিউজিল্যান্ড থেমে যায় ১৩৬ রানে।
Posted ৬:৩২ এএম | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।