| শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
ইংল্যান্ডের বিপক্ষে ভরাডুবির পর, নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে হারের লজ্জার স্বাদ পেয়েছে টাইগাররা।
শুক্রবার চেন্নাইয়ে এমএ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে কিউইদের ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৩ বল ও ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় কিউইরা। এতে আসরে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। বল হাতে টাইগারদের টপ অর্ডারের তিন উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন পেসার লকি ফার্গুসন।
সাকিবদের দেওয়া ২৪৬ রানের জবাবে ব্যাটে নেমে শুরুতেই রাচিন রবীন্দ্রকে হারায় নিউজিল্যান্ড। ৯ রান করে এই কিউই ওপেনার আউট হলে অধিনায়ক কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ডেভন কনওয়ে। ৪৫ রানের ইনিংস খেলে আউট হন কনওয়ে। কিন্তু অপর প্রান্তে থিতু হন উইলিয়ামসন। ড্যারেল মিচেলের সঙ্গে জুটি গড়ে ৮১ বলে নিজের ফিফটি পূরণ করেন তিনি।
তবে হাতে আঘাত লাগায় ৭৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন উইলিয়ামসন। অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন মিচেল। শেষ পর্যন্ত গ্লেন ফিলিপসে ১৬* এবং মিচেলের ৬৭ বলে ৮৯ রানের মারকুটে ইনিংসে ভর করে ৪৩ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ক্যাচআউট হয়ে সাজঘরে ফেরেন এই টাইগার ওপেনার। ১৬ রান করে আউট হন আরেক ওপেনার তানজিদ তামিম। অপর প্রান্তে থিতু হন মিরাজ। ৩০ রান করে মিরাজ আউট হন। এরপর ৭ রান করে তার দেখানো পথে হাঁটেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
এরপর ব্যাটিংয়ে থিতু হন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসান। ৫১ বলে নিজের ফিফটি পূরণ করেন মুশফিক। তবে ৪০ রানে সাজঘরে ফেরেন সাকিব। এরপর দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করে আউট হন মুশফিকও। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীদ হৃদয়।
তবে শেষ দিকে দলকে ভরসা দেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। ১৭ রান করে তাসকিন আউট হলে, রিয়াদের অপরাজিত ৪১ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে ২৪৫ রানের লড়াকু পূঁজি পায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এছাড়াও ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে এবং মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপিস একটি করে উইকেট নেন।
Posted ২:৩৪ এএম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।