বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি ফুটবলার আমানসিও আমারো

  |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   21 বার পঠিত

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি ফুটবলার আমানসিও আমারো

মারা গেলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার আমানসিও আমারো। ৮৩ বছর বয়সে আজ না ফেরার দেশে চলে যান লস ব্লাঙ্কোসদের এই কিংবদন্তি।

রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আমানসিওর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। রিয়াল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, আমানসিও আমানের মৃত্যুতে রিয়াল মাদ্রিদ ক্লাব, ক্লাবের সভাপতি ও বোর্ড পরিচালক গভীর শোকাহত। তাঁর স্ত্রী কনসুয়েলো এবং সন্তান অস্কার, বেলেন, প্যাট্রিসিয়া, মার্কোস ও ক্লদিয়া, ভাই হুয়ান কার্লোস, তাঁর নাতনী, আত্মীয়, সহকর্মী ও প্রিয়জনদের সমবেদনা জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে।

১৯৬২ থেকে ১৯৭৬ পর্যন্ত এই ১৪ বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিলেন আমানসিও। লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৪১৮ ম্যাচ খেলে করেছেন ১৪২ গোল ও অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। রিয়ালের হয়ে ৯ বার জিতেছেন স্প্যানিশ লিগ। কোপা দেল রের শিরোপা জিতেছেন তিনবার। ইউরোপিয়ান কাপ একার জিতেছেন কিংবদন্তি এই ফুটবলার। আর স্পেনের হয়ে ৪২ ম্যাচে করেছেন ১১ গোল করেন তিনি। ১৯৬৪ সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন সাবেক এই ফুটবলার।

Facebook Comments Box

Posted ২:২৫ পিএম | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।