| মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
নাটোরে বড়াইগ্রামে বসতঘরে আগুন লেগে দুই সন্তানসহ এক গৃহবধূ নিহত হয়েছেন। ওই গৃহবধূর স্বামী গুরুতর দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাকসায় এই ঘটনা ঘটে বলে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ জানিয়েছেন।
নিহতরা হলেন- সোমা খাতুন (৩০) এবং তার মেয়ে অমিয়া খাতুন (১০) ও অমর (৪)।
দগ্ধ অলি প্রমানিককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
স্থানীয় ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম লিটন বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে টিনের ঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলে মা ও দুই সন্তান মারা যায়।
গৃহবধূর স্বামী অলি প্রামানিকের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বনপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা এ কে এম মুর্শেদ।
তাৎক্ষণিকভাবে তিনি বলেন, ‘মাসহ দুই সন্তানের মৃত্যুর খবর শুনেছি; উনার স্বামীকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে জেনেছি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১১:০০ পিএম | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।