| বুধবার, ১৭ মে ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি গাড়িবহরে বন্দুক হামলা হয়েছে। এতে চারজনের প্রাণ গেছে। অপহরণ করা হয়েছে তিনজনকে।
গতকাল মঙ্গলবার দেশটির আনামব্রা প্রদেশের অংবারু জেলায় হামলার এ ঘটনা ঘটে। তবে গাড়িবহরে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক ছিল না বলে পুলিশ ও মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদীরা ওই এলাকায় তাদের তৎপরতা বাড়িয়েছে। সাধারণত তাদের হামলার লক্ষ্যবস্তু পুলিশ সদস্য ও সরকারি বিভিন্ন স্থাপনা।
ইকেঙ্গা জানিয়েছেন, মঙ্গলবার বন্দুকধারীরা হামলা চালিয়ে পুলিশ মোবাইল ফোর্স অপারেটিভসের দু’জন এবং মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে। পরে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশের মুখপাত্র জানান, ঘটনাস্থলে যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু তার আগেই বন্দুকধারীরা দুই পুলিশ সদস্য এবং একজন গাড়িচালককে অপহরণ করে নিয়ে যায়। তাদের উদ্ধারে অভিযান চলছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে এই ঘটনাকে হামলা বলে অভিহিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন, ‘এটা দেখে মনে হচ্ছে মার্কিন বহরের গাড়িতে হামলা হয়েছে’।
কিরবি বলেন, সেখানে কোনো মার্কিন নাগরিক ছিল না। তাই কোনো মার্কিন নাগরিক আহত হয়নি।
Posted ৭:৩৪ এএম | বুধবার, ১৭ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।