বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব আল হাসান

  |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   36 বার পঠিত

দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব আল হাসান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের  সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে এ পুরস্কার জিতে নেন এ অলরাউন্ডার। বুধবার নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

গত মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দারণ পারফরম্যান্স করেছেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন সাকিব। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন সাকিব। শেষ ম্যাচে খেলেছেন ৭১ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস। পাশাপাশি চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।

শুধু ওয়ানডে সিরিজই নয়, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ ছিলেন সাকিব। তার নেতৃত্বেই প্রথমবার ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

এদিক আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। আর আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৫ উইকেট নেয়ার পাশাপাশি বনে যান সর্বোচ্চ উইকেটের মালিক। শুধু মার্চ মাসেই সাকিব ৩৫৩ রানের পাশাপাশি ১৫ উইকেট দখল করেছেন। যার সুবাদেই এবার মাস সেরার পুরস্কার উঠলো সাকিবের হাতে। এর আগে ২০২১ সালের জুলাই মাসেও একবার মাস সেরার পুরস্কার জিতেছিলেন সাকিব।

Facebook Comments Box

Posted ১:৫১ পিএম | বুধবার, ১২ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।