| বুধবার, ১২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 36 বার পঠিত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে এ পুরস্কার জিতে নেন এ অলরাউন্ডার। বুধবার নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
গত মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দারণ পারফরম্যান্স করেছেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন সাকিব। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন সাকিব। শেষ ম্যাচে খেলেছেন ৭১ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস। পাশাপাশি চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
শুধু ওয়ানডে সিরিজই নয়, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ ছিলেন সাকিব। তার নেতৃত্বেই প্রথমবার ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
এদিক আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। আর আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৫ উইকেট নেয়ার পাশাপাশি বনে যান সর্বোচ্চ উইকেটের মালিক। শুধু মার্চ মাসেই সাকিব ৩৫৩ রানের পাশাপাশি ১৫ উইকেট দখল করেছেন। যার সুবাদেই এবার মাস সেরার পুরস্কার উঠলো সাকিবের হাতে। এর আগে ২০২১ সালের জুলাই মাসেও একবার মাস সেরার পুরস্কার জিতেছিলেন সাকিব।
Posted ১:৫১ পিএম | বুধবার, ১২ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।