| শুক্রবার, ১৯ মে ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
ভারতের বাজার থেকে দুই হাজার রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ রুপি নিতে বলা হয়েছে।
আজ শুক্রবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)-এর ১৯টি আঞ্চলিক কার্যালয় ও অপর ব্যাংকগুলো ২৩ মে থেকে ২ হাজার রুপির নোট বিনিময় শুরু করবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এটি ভারতের সর্বোচ্চ মূল্যমানের মুদ্রা।
এর আগে ২০১৬ সালের ৮ নভেম্বর দিবাগত মধ্যরাত থেকে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ করা হয়। এটি ছিল আর্থিক খাতে ভারতের বর্তমান মোদি সরকারের অন্যতম বড় সিদ্ধান্ত।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট ব্যাংক জমা দেওয়া যাবে অথবা ছোট নোটে বিনিময় করা যাবে।
Posted ৩:০০ পিএম | শুক্রবার, ১৯ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।