| মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘন করেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কাউর। ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই স্টাম্প ভাঙার ধৃষ্টতা দেখান। ম্যাচ শেষেও সিরিজ ড্রয়ের কারণ হিসেবে কাঠগড়ায় দাঁড় করান আম্পায়ারদের; যা আইসিসির আচরণবিধি লঙ্ঘনের শামিল। মাঠে এমন কাণ্ড ঘটানোর পর স্বাভাবিকভাবেই আলোচনায় ছিলেন তিনি। কী শাস্তি পেতে যাচ্ছেন তা নিয়েই ছিল কৌতূহল। অবশেষে জানা গেছে, দুই ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন হারমানপ্রীত।
আইসিসির আচরণবিধির লেভেল-২ পর্যায়ের অপরাধ করেছেন তিনি; যা এর আগে কোনো নারী ক্রিকেটারই করেননি। মাঠে স্টাম্প ভাঙা ও আম্পায়ারিংয়ের সমালোচনা করার ফলস্বরূপ হারমানপ্রীতকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন চারটি। ৫০ শতাংশ জরিমানা ওতিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙায়। বাকি ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে আম্পায়ারিংয়ের সমালোচনা করায়।
এদিকে আইসিসির আচরণবিধি অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হয় তার অ্যাকাউন্টে। এক ম্যাচেই চারটি ডিমেরিট পয়েন্ট অর্জন করায় ২৪ মাস অপেক্ষা করতে হচ্ছে না হারমানপ্রীতের; যার ফলে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি খেলতে পারবেন না তিনি। ভারতের সামনে টেস্ট না থাকায় দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়।
Posted ৭:৫৪ এএম | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।