| রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নাবিল পরিবহনের সঙ্গে ঢাকাগামী সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নারীসহ অন্তত ২০ জন।
রবিবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিজুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান বিরামপুর থানার পরিদর্শক মোমিনুল ইসলাম।
নিহত নাবিল পরিবহনের চালকের নাম গোলাম রব্বানী (৩৮)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকার আব্বাস আলীর ছেলে। পিকআপের চালকের নাম আজাদ হোসেন (৩৬)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক মোমিনুল জানান-নাবিল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে দিনাজপুর আসছিল। পথে বিজুল (বটতলী) নামক স্থানে গোবিন্দগঞ্জ অভিমুখী সবজি বোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এতে গাড়িগুলোর সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। এসময় আহত হন বাসের ১২ যাত্রী।
পরে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক আহতদের মধ্যে পাঁচজনকে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন বলে জানান পরিদর্শক মোমিনুল।
Posted ৮:৪৩ এএম | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।