| শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
থাইল্যান্ডের পার্লামেন্টে বৃহস্পতিবার, ১৩ জুলাই প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আট জোটের প্রতিনিধি পিটা লিমজারোয়েনরাত প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন বলে আশা করা হয়েছিল। কিন্তু দুইকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট সদস্যদের বিরোধীতার কারণে প্রথম দফার ভোটে প্রধানমন্ত্রী হতে ব্যর্থ হয়েছেন পিটা।
বিরোধী, কিন্তু রাজপরিবার ও সেনাসমর্থিত প্রগ্রেসিভ পার্টির ফেউ থাইও প্রধানমন্ত্রী হওয়ার মতো ভোট পাননি। এ অবস্থায় ১৯ জুলাই দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১৪ মে সাধারণ নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষে ৩১২টি আসন পায় পিটার জোট। সংখ্যাগরিষ্ঠ হলেও তা প্রধানমন্ত্রী হওয়ার জন্য যথেষ্ট নয়। প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার ৩৭৫টি আসন।
আলজাজিরা জানায়, বৃহস্পতিবারের ভোটে পার্লামেন্টের উভয়কক্ষে অনেক সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। বিশেষত উপস্থিত সিনেটরদের মধ্যে অনেক পিটার বিরুদ্ধে ভোট দেন।
থাইল্যান্ডে কিছু দিন পরপরই সামরিক অভ্যুত্থান হয়। ২০১৪ সালের সর্বশেষ সামরিক অভ্যুত্থানের পর গত নির্বাচনের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের চেষ্টা করছে।
ফরোয়ার্ড পার্টির ৪২ বছর বয়সি পিটার ব্যাপক জনসমর্থন রয়েছে। এই ব্যবসায়ী কাম রাজনীতিবিদ রাজতন্ত্রের বিশেষ সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন আইন বাতিলের ঘোষণা দিয়েছেন।
Posted ৪:৩৮ এএম | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।