শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এক হাজার ৬৪০টি বিমান বাতিল হয়েছে আমেরিকায়

  |   বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   23 বার পঠিত

এক হাজার ৬৪০টি বিমান বাতিল হয়েছে আমেরিকায়

চলছে তুষারঝড়। একদিনে প্রায় এক হাজার ৬৪০ বিমান বাতিল হয়েছে আমেরিকায়। বৃহস্পতিবারও (২৩ ফেব্রুয়ারি) একই অবস্থা চলবে বলে মনে করা হচ্ছে। আর তারই জেরে বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রায় এক হাজার ৬৪০টি বিমান বাতিল হয়েছে আমেরিকায়। এর মধ্যে দেশের বাইরের বিমানও আছে।

শেষ মুহূর্তে বিমান বাতিল হওয়ায় বিমানবন্দরগুলোতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় এয়ারলাইন স্কাইওয়েস্ট ৩৫০টিরও বেশি বিমান বাতিল করেছে। এই স্কাইওয়েস্ট ইউনাইটেড, ডেল্টা, আমেরিকান, আলাস্কা এয়ারলাইনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে পার্টনারশিপে কাজ করে। ওই বিমান সংস্থাগুলোও একের পর এক বিমান বাতিল করতে বাধ্য হয়েছে তুষার ঝড়ের জন্য। দেড়িতে ছেড়েছে প্রায় পাঁচ হাজার বিমান। সবচেয়ে ভয়াবহ অবস্থা মিনেপলিস, ডেনভার ও ডেট্রয়েট বিমানবন্দরের। এই বিমানবন্দরগুলোতে পরিষেবা কার্যত থমকে গেছে।

বিমান ধরতে যারা এসেছিলেন, তারা আটকে পড়েছেন। এছাড়াও টরন্টো বিমানবন্দরের পরিস্থিতিও ভয়াবহ। শিকাগোর একের পর এক বিমান বাতিল হচ্ছে। বস্তুত, বুধবারের পর বৃহস্পতিবারের বিমানগুলোও বাতিল হতে শুরু করেছে। বুধবার বিকেলেই জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবারের ৪০০টি বিমান বাতিল।

যত দিন যাবে বাতিল বিমানের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে আমেরিকার ১২টি বিমানবন্দরে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। কবে এই পরিস্থিতি শেষ হবে, তা নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি।

Facebook Comments Box

Posted ৬:০৬ এএম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।