| সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
দক্ষিণ তুরস্কে সোমবার (২৭ ফেব্রুয়ারি) আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬।
আল-জাজিরার খবরে বলা হয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের মালাতিয়া প্রদেশের ইয়েসেলিরুত শহরে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডিন জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৬৯ জন। আর ধসে পড়েছে ২৯ ভবন।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ করছেন।
স্থানীয় একজন কর্মকর্তা জানান, তিন সপ্তাহ আগের বিপর্যয়ের পর ফের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কিছু ভবন ধসে পড়েছে।
ইয়েসিলিউর্টের মেয়র মেহমেত সিনার হ্যাবারতুর্ক টেলিভিশনকে বলেছেন, যে শহরের একটি চারতলা ভবনের ধ্বংসস্তুপের নিচে একজন বাবা ও মেয়ে আটকা পড়েছেন। ওই দম্পতি মালামাল সংগ্রহ করতে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করেছিল।
এএফএডি প্রধান লোকদের ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলিতে প্রবেশ না করার আহ্বান জানিয়ে বলেছেন যে শক্তিশালী আফটারশকগুলো একটি ঝুঁকি তৈরি করছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনূস সেজার এক সংবাদ সম্মেলনে জানান, পাঁচটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
এএফএডির ভূমিকম্প ও ঝুঁকি হ্রাসবিষয়ক মহাপরিচালক অরহান তাতার বলেন, গত তিন সপ্তাহে এই অঞ্চলে নতুন করে চারটি ভূমিকম্প হয়েছে। সেই সঙ্গে ৫ থেকে ৬ মাত্রার মধ্যে ৪৫টি পরাঘাত অনুভূত হয়।
Posted ২:৪৮ পিএম | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।