| শনিবার, ১১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগের ঘোষণা অনুসারে আগামী ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান গতকাল আনুষ্ঠানিকভাবে এ তারিখ ঘোষণা করেন।
এরদোয়ান আরও বলেন, ‘আগামী ১৪ মে তুরস্ক জাতি তাদের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্যদের নির্বাচন করতে ভোট দেবে।’ খবর: আল জাজিরা।
এদিকে, আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে দেশটির ছয়টি বিরোধী দল জোট গঠন করে। কিন্তু এ জোট বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের বিপক্ষে লড়ার জন্য একক প্রার্থী ঠিক করতে পারছিল না। অবশেষে গত সোমবার ৬ দলীয় বিরোধী জোটের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামাল কিলিচদারোগলুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি ’তুরস্কের গান্ধী’ নামে পরিচিত।
তুরস্কের বিরোধী নেতারা অর্থনৈতিক মন্দা, নাগরিক অধিকার ও স্বাধীনতা সংকুচিত করার জন্য ৬৮ বছর বয়সী এরদোয়ানকে দায়ী করেছেন। তাঁরা তাঁর বিরুদ্ধে ‘এক ব্যক্তির শাসন’ ব্যবস্থা চালুর অভিযোগ করেছেন। তুরস্কের অর্থনৈতিক সংকটের কারণে তাঁর জনপ্রিয়তাও কমেছে।
দুই দশকের মধ্যে তুরস্কের এ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। এরদোয়ানের দু’দশকের ক্ষমতায় তুরস্ক বেশ কিছু ক্ষেত্রে ঝুঁকির মধ্যে রয়েছে।
Posted ৫:৪২ এএম | শনিবার, ১১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।