| মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে দল ঘোষণা হয়নি। বিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।
জানা গেছে, পুরোপুরি ফিট না হওয়ায় তামিমকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান।
বিভিন্ন সূত্রের খবর, গতকাল তামিম ইকবাল নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে শতভাগ ফিট নন- এটা মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন। তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন। সে কারণে নির্দিষ্ট করে ৫টি ম্যাচ খেলতে চাওয়ার কথা জানিয়েছিলেন তামিম।
বিষয়টি জানার পর আপত্তি তোলেন সাকিব আল হাসান। তিনি বলেছেন, আনফিট কিংবা হাফ-ফিট কেউ দলে থাকলে বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না তিনি।
বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় আলোচনায় বসেন সাকিব ও হাথুরুসিংহে। সেখানকার আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছে সেটি প্রকাশ্যে আসেনি। তবে সাকিবের মতোই কোচও আনফিট তামিমকে চান না বলে জানা গেছে।
Posted ২:০২ পিএম | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।