| মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা ও প্রেজেন্টেশনের সময় কানসহ মুখ দৃশ্যমান রাখার সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে ঢাবির বাংলা বিভাগের এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
ঢাবির বাংলা বিভাগের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিভাগের ৩ শিক্ষার্থীর রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ বলেন, গত বছরের ১১ ডিসেম্বর বাংলা বিভাগ থেকে একটি নোটিশ জারি করে শিক্ষার্থীদের সব পরীক্ষা ও প্রেজেন্টেশনের সময় কানসহ মুখ দৃশ্যমান রাখতে বলা হয়।
Posted ১১:১৪ এএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।