শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ড. মুহাম্মদ ইউনূস অন্যায় আক্রমণের শিকার : ৪০ বিশ্বনেতার চিঠি

  |   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   22 বার পঠিত

ড. মুহাম্মদ ইউনূস অন্যায় আক্রমণের শিকার : ৪০ বিশ্বনেতার চিঠি

নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যক্রম বাংলাদেশ সরকারের অন্যায় আক্রমণের শিকার হচ্ছে এবং তাঁকে বারবার হয়রানি ও তদন্তের মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্বের বিভিন্ন খাতের ৪০ বিশিষ্ট ব্যক্তি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা একটি খোলা চিঠিতে তাঁরা এ অভিযোগ করে পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গত মঙ্গলবার চিঠিটি বিজ্ঞাপন আকারে প্রকাশ করেছে।

ড. ইউনূসকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিকদের একজন উল্লেখ করে এই ৪০ ব্যক্তি বলেন, তাঁরা বিভিন্ন দেশের সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, সমাজসেবী ও ব্যবসায়ী এবং বাংলাদেশের বন্ধু। মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ও সারা বিশ্বে মানবিক উন্নয়নে যে অবদান রেখে চলেছেন, তা অব্যাহত রাখতে পারবেন কি না, সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের মতো প্রতিষ্ঠান গড়ে ইউনূস নিজে আর্থিকভাবে লাভবান হননি দাবি করে এ ৪০ জন বলেন, ‘তাঁর কার্যক্রমগুলো আপনার সরকারের অন্যায় আক্রমণের শিকার হচ্ছে। বারবার হয়রানি ও তদন্তের মধ্যে পড়ছে। এমনটা দেখতে পাওয়া বেদনাদায়ক।’

মুহাম্মদ ইউনূসের পাশে থাকা এবং তাঁর কাজের স্বীকৃতি প্রদানের জন্য ইতিবাচক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তাঁরা বলেন, সামাজিক উদ্যোক্তারা মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারেন, এমন পরিবেশ তৈরি করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। ইউনূসকে নিজের নিরাপত্তায় ব্যস্ত রাখার পরিবর্তে দেশ ও বিশ্বের জন্য আরও ভালো কিছু করতে তাঁর শক্তিকে কাজ লাগানোর সুযোগ করে দেওয়া দরকার।

এই ৪০ জনের মধ্যে রয়েছেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মার্ক ম্যালোক ব্রাউন, রকফেলার ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের সিইও পিটার গোল্ডমার্ক জুনিয়র, রোটারি ইন্টারন্যাশনালের সিইও জন হেওকো, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস হেলেনা কেনেডি, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, অভিনেত্রী শ্যারন স্টোন এবং উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস।

Facebook Comments Box

Posted ১২:৫৩ এএম | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।