খেলাধুলা ডেস্ক | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 45 বার পঠিত
ভারতের ক্রিকেট ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। বুধবার আইসিসি এই র্যাঙ্কিং আপডেট করেছে।
এর আগে কোপিল দেব ১৯৮৯ সালে টেস্টের বোলিং র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠেছিলেন। যা এতোদিন ছিল ভারতের পেসারদের সেরা র্যাঙ্কিং। বুমরাহ আগে সর্বোচ্চ ৩ পর্যন্ত উঠতে পেরেছিলেন। সাবেক পেসার জহির খানও টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা তিনে উঠেছিলেন।
বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে ম্যাচ সেরা হন। দ্বিতীয় ইনিংসে তিনি ৪৫ রান দিয়ে ৬ উইকেট নেন। ভারতের পেসার হিসেবে সবচেয়ে দ্রুত ১৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ওই কীর্তির পরে টেস্টের সেরা পেসার হওয়ার কীর্তি গড়লেন তিনি।
এর আগে টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা বোলার ছিলেন ভারতের রবিশচন্দন অশ্বিন। বুমরাহ তিন ধাপ এগিয়ে তার স্থান দখল করে নিয়েছেন। অশ্বিন নেমে গেছেন তিনে। দুইয়ে আছেন কাগিসু রাবাদা। টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের ওপেনার জশস্বী জয়সাওয়ালের। তিনি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে ৩৭ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠেছেন।
Posted ১২:৩৯ পিএম | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।