| বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 38 বার পঠিত
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ২৬ বছর বয়সে মাত্র ৪ টেস্ট খেলে ক্রিকেটের অভিজাত এই সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
মূলত, সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন হাসারাঙ্গা। শর্টার ফরম্যাটে জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বের সেরা রিস্ট স্পিনারদের একজন এই শ্রীলঙ্কান। নিজের এই সিদ্ধান্ত এরইমধ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। জানিয়েছেন, শর্টার ফরম্যাটের ক্রিকেটেই নিজের সেরাটা দিতে চান তিনি।
শ্রীলঙ্কান বোর্ড হাসারাঙ্গার অনুরোধ গ্রহণ করেছেন, অফিশিয়ালি তিনি এখন আর টেস্ট ক্রিকেটার নন। লঙ্কান ক্রিকেট বোর্ডের সিইও এক বিবৃতিতে জানান, ‘আমরা তার সিদ্ধান্ত মেনে নেব এবং আত্মবিশ্বাসী যে হাসরাঙ্গা সাদা বলে দলের গুরুত্বপূর্ণ অংশ হবে।’
টেস্টের ছোট ক্যারিয়ারে মাত্র ৪ ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। যেখানে ২৮ গড়ে করেছেন ১৯৬ রান। আর বল হাতে পেয়েছেন ৪ উইকেট। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। হাসারাঙ্গা তার শেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালে, বাংলাদেশের বিপক্ষে।
টেস্টে বিবর্ণ হলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দুর্দান্ত এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৫ম স্থানে আছেন তিনি। ওয়ানডেতে আছেন ৮ম স্থানে।
Posted ২:৪৭ এএম | বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।