| মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের শপিং মলে হামলায় নিহতদের মধ্যে রয়েছেন একজন নিরাপত্তারক্ষী ও ভারতীয় একজন প্রকৌশলী।
শিশুসহ আটজন শনিবারের ওই হামলায় নিহত হয়। সাতজন আহতও হয়।
স্থানীয় একটি সংবাদমাধ্যম ডব্লিউএফএএ নিশ্চিত করে জানিয়েছে যে, হামলায় নিহত একজনের নাম ঐশ্বরিয়া তাতিকোন্ডা। তিনি একজন ভারতীয় প্রকৌশলী। ডালাসে ম্যাককিনি শহরতলীতে থাকতেন। তার বয়স কত তা জানা যায়নি।
তার পরিবারের প্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী ঐশ্বরিয়া তার বন্ধুর সঙ্গে শপিং মলে এসেছিলেন। হামলায় তার বন্ধু আহত হয়েছেন। তার পরিবার মরদেহ ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
তার লিংকডইন প্রোফাইল বলছে, তিনি ভারতে ২০১৮ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডারগ্র্যাজুয়েট সম্পন্ন করেন। পরে তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি থেকে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি নেন।
গেল দুই বছর ধরে তিনি ডালাস-ভিত্তিক একটি ফার্মে তিনি কাজ করছিলেন।
ঐশ্বরিয়া ছাড়াও মারা যাওয়া আরেকজন হচ্ছেন, ক্রিস্টিয়ান লাকর। তার বয়স ২০ বছর। তিনি ছিলেন নিরাপত্তাপ্রহরী। তার বোন ব্রিয়ান্না স্মিথ এবিসি নিউজ-কে বলেন, “সে অ্যালেনের শপিং মলে দায়িত্ব পালন করছিল। সে সতিই ভারি মিষ্টি ছিল। তার চলে যাওয়ার আমি কষ্ট পেয়েছি।”
Posted ২:৪৭ এএম | মঙ্গলবার, ০৯ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।