| শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা মারা যান।
মারা যাওয়া তিনজন হলেন কালীগঞ্জ শহরের নদীপাড়া এলাকার রিকশাচালক বিপুল কুমার (৪০), একই এলাকার ভাঙারি ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৮) এবং ঢাকালে পাড়ার ট্রাকচালক রাজিব মিয়া (২৪)।
স্থানীয়রা জানান, গতকাল রাতে তারা সবাই কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রেজা হোমিও হল থেকে অ্যালকোহল পান করেন। এরপর অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন হাসপাতালে তারা মারা যান।
মৃত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, রাতে অসুস্থ হয়ে পড়ার পর তার ভাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন বলেন, মৃত রাজিব হোসেনকেও তার স্বজনরা চিকিৎসার জন্য এখানে নিয়ে আসেন। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোরে পাঠানো হয়। রাত একটার দিকে তার মৃত্যু হয়।
জাহাঙ্গীর খাঁয়ের ভাই সোহাগ হোসেন জানান, অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তারা সবাই অ্যালকোহল পানে মারা গেছেন বলে স্বজনরা জানিয়েছেন।
Posted ১:১৮ পিএম | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।