| বুধবার, ০৩ মে ২০২৩ | প্রিন্ট | 33 বার পঠিত
আগামী ১২-২০ জুন ফিফা উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আনার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। বাংলাদেশে অন্য একটি দলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার।
বুধবার (৩ মে) বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, মেসিদের প্রস্তাবিত সফরটি এই বছর হচ্ছে না।
বাফুফে প্রধান জানিয়েছেন, ‘এই বছর আর্জেন্টিনা বাংলাদেশ সফর করবে না। কারণ ম্যাচের সময় ভেন্যু প্রস্তুত করে রাখা সম্ভব হচ্ছে না। আমরা ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলাম। ‘১৫-২০ দিন আগে মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, এ বছর মাঠ বা স্টেডিয়াম প্রস্তুত করা সম্ভব নয়। আগামী মৌসুমের আগে আমরা মাঠ পাচ্ছি না।’
‘তার পরপরই আমরা আর্জেন্টিনার সঙ্গে প্রাথমিক যে যোগাযোগ ছিল, সেটি আমরা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছি। কারণ আর্জেন্টিনা দল আসলে খেলার জায়গা তো থাকতে হবে’-বাফুফে সভাপতির অকপট স্বীকারোক্তি।
জুনে প্রস্তাবিত ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতিনিধিদল বাংলাদেশে আসতে চেয়েছিল। স্টেডিয়াম অপ্রস্তুত থাকায় বাফুফে সেই প্রতিনিধিদলকেও আসার আমন্ত্রণ জানাতে পারেনি বলে জানিয়েছে বাফুফে।
Posted ২:২৫ পিএম | বুধবার, ০৩ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।