রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জীবন্ত তক্ষক উদ্ধার

  |   সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   27 বার পঠিত

জীবন্ত তক্ষক উদ্ধার

বরগুনা তালতলী উপজেলার সোনাকাটা ফাতরান বন থেকে সারে তিন কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ১৩ ইঞ্চি লম্বা ও ২০১ গ্রাম ওজনের ওই তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটির বাজার মূল্য প্রায় সারে তিন কোটি টাকা।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোন ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান। তিনি জানান, নিয়মিত টহল পরিচালনা সময়ে সোনাকাটা ফাতরার বনের মধ্য এক ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে টহল সদস্যরা কাছে ডেকে কথা বলতে চাইলে সে তার কাছে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে বলেও জানান অফিসার মোকসেদুর।

Facebook Comments Box

Posted ১১:৪৮ পিএম | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।