মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ছবি তোলা নিষিদ্ধসহ মদিনায় জিয়ারতে নতুন নির্দেশনা

  |   শনিবার, ০৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   11 বার পঠিত

ছবি তোলা নিষিদ্ধসহ মদিনায় জিয়ারতে নতুন নির্দেশনা

মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন আচরণবিধি ঠিক করে দিয়েছে সৌদি আরব। রওজা শরিফে কোন কাজ করতে হবে এবং কোন কাজ করা যাবে না সে সম্পর্কিত একটি নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আমিরাতভিত্তিক গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। রওজা শরিফে প্রবেশের পর উচ্চ স্বরে কথা বলা যাবে না। যতদূর সম্ভব নিচু স্বরে নিজেদের মধ্যে কথা-বার্তা বলতে হবে।

এ ছাড়া নবীজির রওজা জিয়ারতের সময় সঙ্গে খাবার না রাখা, রওজার ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান করা নিষিদ্ধ। একই সঙ্গে প্রত্যেক যাত্রীর জন্য বরাদ্দ সময়ের অতিরিক্ত সময় রওজায় অবস্থান না করারও অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি আরবে এখন ওমরাহ এবং অন্যান্য তীর্থযাত্রার মৌসুম চলছে। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনের পরে অনেক মুসল্লি মদিনায় মহানবীর (সা.)- রওজা জিয়ারতে ছুটে যান।
 
দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট দফতরের পরিসংখ্যান অনুসারে, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মুসল্লি ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মহানবী (সা.) -এর মসজিদের উদ্দেশে যাত্রা করেছে। সেই সপ্তাহে মহানবীর রওজা শরিফ ভ্রমণে যান ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।
  
গত এপ্রিলে দর্শনার্থীদের থেকে সুরক্ষা নিশ্চিত করতে মদিনায় মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সমাধির চারপাশে পিতলের বেড়া দেয়া হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র স্থান মসজিদে নববীর আল রাওজা আল শরিফা চত্বরে অবস্থিত হযরত মুহম্মদ (সা.) এর সমাধি। এর আগে সমাধির চারপাশ ঘিরে ছিল কাঠের বেড়া। সেই বেড়া অপসারণ করে নতুন এই পিতলের বেড়া দেয়া হয়েছে।
Facebook Comments Box
বিষয় :

Posted ৬:৩৬ এএম | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।