| রবিবার, ০৬ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
মেয়েদের বিশ্বকাপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ও হট ফেভারিট সুইডেনের ম্যাচে দুদলই লড়াই করেছে সমানে সমান। নির্ধারিত সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টানটান উত্তেজনার টাইব্রেকে অবশ্য স্নায়ুর যুদ্ধে জয় পায় সুইডেন। গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটের টিকিট কাটে সুইডিশরা।
মেলবোর্নে শেষ ষোলোর ম্যাচে রোববার সাডেন ডেথে সুইডেনের কাছে ৪-৫ গোলে হেরে বিদায় নেয় টানা দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। তাতে প্রথমবারের মতো সেমিফাইনালের আগে বিশ্বআসর থেকে বিদায় নিয়েছে মার্কিন মেয়েরা।
টাইব্রেকে শুরুতে এগিয়ে গেলেও শেষের স্নায়ুচাপ আর ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র। পাঁচটি শটের মধ্যে দুদলই দুটি করে গোল মিস করে। ৩-৩ থাকা অবস্থায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানেও প্রথম দুটি শট কাজে লাগাতে পারেনি দুই দলের কেউই। কিন্তু পরেরটি যুক্তরাষ্ট্র মিস করলে সুইডেন আর ভুল করেনি।
সুইডের লিনা হুর্টেগের করা শেষ শটটি অবশ্য ঠেকিয়ে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক অ্যালিসা নেহার। তবে শূন্যে ভেসে গোললাইন অতিক্রম করে বল। ভিডিও রেফারির সিদ্ধান্তে দেয়া হয় গোল। আর তাতেই নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইডেন।
মেয়েদের ফুটবল বিশ্বকাপে প্রথমবার সেমিতে খেলার আগেই বাদ পড়েছে গত তিন বিশ্বকাপের ফাইনালিস্ট যুক্তরাষ্ট্র।
দিনের আরেক ম্যাচে প্রথমবার মেয়েদের বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে আসা সাউথ আফ্রিকার স্বপ্ন ভাঙে নেদারল্যান্ডস। শক্তিশালী ডাচদের কাছে ২-০তে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে সাউথ আফ্রিকা।
কোয়ার্টার ফাইনালে আগামী ১১ আগস্ট জাপানের মুখোমুখি হবে সুইডেন। একইদিনে স্পেনের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস।
Posted ৩:০৪ পিএম | রবিবার, ০৬ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।